ভিনিউজ : চীন,কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে।
ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
জবাবে কানাডা ও চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
এর জের ধরে যুক্তরাষ্ট্রে শীর্ষ তিন স্টক মার্কেটের সূচকের পতন হয়েছে।
এশিয়া জুড়ে শেয়ার বাজারগুলোতেও একই ধারা দেখা গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বেড়ে যাবে এবং যুক্তরাজ্যসহ সারাবিশ্বেই ক্রেতাদের ওপর এর প্রভাব পড়বে।
আগামী কয়েকদিনের মধ্যেই স্ট্রবেরি, অ্যাভোকাডো ও কলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফারলে ইন্ডাস্ট্রির ওপর বিলিয়ন বিলিয়ন ডলারের চাপ, চাকরি হারানোসহ বিভিন্ন ধরনের প্রভাব কমিউনিটির ওপর পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এক ঘন্টা আগেস্কুলে ভর্তির ক্ষেত্রে এককালীন সুবিধা দেয়া হবে, এটি কোটার সাথে তুলনীয় নয়: উপদেষ্টা
শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় আহত ও নিহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার।
আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটা এককালীন সুবিধা দেয়ার কথা বলা হয়েছে যারা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তির ক্ষেত্রে।
“১২ হাজার ৫শ মানুষের জন্য এটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হয়েছে তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, এটা কোনো ভাবেই কোটার সাথে তুলনীয় নয়,” বলেছেন তিনি।
এদিকে সরকারের আদেশে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা ছিল।
কিন্তু ২০শে ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে এই ৫ শতাংশের মধ্যে ‘জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের’ সদস্যদেরও যুক্ত করার কথা বলা হয়েছিল।
তখন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছিলো, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।