২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? অবসর নিয়ে বোর্ডের বিরাট পরিকল্পনা ফাঁস

 

ভিনিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই রোহিত স্পষ্ট করে দেন এখনই তিনি অবসর নিচ্ছেন না। তা হলে কি ২০২৭ এর বিশ্বকাপেও থাকবেন রোহিত? বিরাটও থাকবেন সেই বিশ্বকাপে?

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই রোহিতের অবসর নিয়ে জল্পনা চলছিল। জল্পনা ছিল কোহলির অবসর নিয়েও। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই রোহিত স্পষ্ট করে দেন এখনই তিনি অবসর নিচ্ছেন না। তা হলে কি ২০২৭ এর বিশ্বকাপেও থাকবেন রোহিত?
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই রোহিতের অবসর নিয়ে জল্পনা চলছিল। জল্পনা ছিল কোহলির অবসর নিয়েও। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই রোহিত স্পষ্ট করে দেন এখনই তিনি অবসর নিচ্ছেন না। তা হলে কি ২০২৭ এর বিশ্বকাপেও থাকবেন রোহিত?

 

সংবাদমাধ্যম Cricbuzz-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি ইতিমধ্যেই তাঁর ফিটনেস এবং ব্যাটিংয়ের উপর অনুশীলন করার পরিকল্পনা করেছেন। বর্তমান পুরুষদের সিনিয়র সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে পরামর্শ করে নিজের ফিটনেস এবং ব্যাটিংয়ের উন্নতি করতে চান।
Cricbuzz-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি ইতিমধ্যেই তাঁর ফিটনেস এবং ব্যাটিংয়ের উপর অনুশীলন করার পরিকল্পনা করেছেন। বর্তমান পুরুষদের সিনিয়র সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে পরামর্শ করে নিজের ফিটনেস এবং ব্যাটিংয়ের উন্নতি করতে চান।

রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইপিএলে তিনি কেমন খেলেন তার উপরেও রোহিতের এক দিনের এবং টেস্ট কেরিয়ারের ভবিষ্যত নির্ভর করছে।
রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইপিএলে তিনি কেমন খেলেন তার উপরেও রোহিতের এক দিনের এবং টেস্ট কেরিয়ারের ভবিষ্যত নির্ভর করছে।

 

অভিষেক নায়ার রোহিতের মুম্বই ইন্ডিয়ন্সের প্রাক্তন সতীর্থ। রোহিত নিজের সাফল্যের জন্য আগেও অভিষেক নায়ারকে কৃতিত্ব দিয়েছেন। এবার সেই অভিষেকের হাত ধরেই নিজের ফিটনেসের উন্নতি করতে চান। ২০২৭ সালের বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪০, সেই বয়সে তিনি কতটা ফিট থাকেন সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
অভিষেক নায়ার রোহিতের মুম্বই ইন্ডিয়ন্সের প্রাক্তন সতীর্থ। রোহিত নিজের সাফল্যের জন্য আগেও অভিষেক নায়ারকে কৃতিত্ব দিয়েছেন। এবার সেই অভিষেকের হাত ধরেই নিজের ফিটনেসের উন্নতি করতে চান। ২০২৭ সালের বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪০, সেই বয়সে তিনি কতটা ফিট থাকেন সেই নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে পরপর দুটি আইসিসির শিরোপা জেতার পরে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্নই নেই। রোহিতের তুলনায় অনেকটাই ফিট কোহলি। ২০২৭ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৮, বিরাটের যা ফিটনেস তাতে তাঁর না খেলাটাই অসম্ভব। কিন্তু রোহিত কী করেন সেটাই দেখার।
তবে পরপর দুটি আইসিসির শিরোপা জেতার পরে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্নই নেই। রোহিতের তুলনায় অনেকটাই ফিট কোহলি। ২০২৭ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৮, বিরাটের যা ফিটনেস তাতে তাঁর না খেলাটাই অসম্ভব। কিন্তু রোহিত কী করেন সেটাই দেখার।

 

 

পূর্বের খবরইফতারিতে দই-চিড়ার জাদু
পরবর্তি খবরইফতারে মজাদার লাচ্ছি