সিনেমায় ঐশ্বরিয়া মানেই যেন ফিল্মফেয়ার পুরস্কার!

শুধু বিশ্বসুন্দরী বলে নয়, একজন অসাধারণ অভিনেত্রী হিসেবেও তুমুল জনপ্রিয় ঐশ্বরিয়া রায় বচ্চন। ক্যারিয়ারের প্রথম দিন থেকেই মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। এর পর নাম লেখালেন সিনেমাতে, প্রথম সিনেমাতেই করেন বাজিমাত।

অসাধারণ অভিনয় করে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

শুধু নিজে নয়, একাধিকবার নিজের সিনেমাকেও জিতিয়েছেন পুরস্কার। দুইবার ছিনিয়ে নিয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি।কত কোটি টাকার সম্পদের মালিক ঐশ্বরিয়া

১৯৯৯ সালে সালমান খানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমাতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান অভিনেত্রী।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় নন্দিনীর চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ঐশ্বরিয়া।HD wallpaper: Beautiful Aishwarya Rai, young adult, one person, beauty,  beautiful woman | Wallpaper Flare

একই বছরে মুক্তি পায় তার আরেক প্রশংসিত সিনেমা ‘তাল’, যে সিনেমায় গ্রাম্য মেয়ে মানসীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘তাল’ একটি বা দুটি নয়, ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল সেসময়ে। সংগীত পরিচালকের পুরস্কারে এ আর রহমান, ফিমেল প্লেব্যাক সিঙ্গারের পুরস্কারে অলকা ইয়াগনিক পুরস্কৃত হয়েছিলেন।

এ ছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল এই সিনেমাটি।এরপর ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারে পুরস্কৃত হন ঐশ্বরিয়া। ‘দেবদাস’ তাকে এনে দেয় দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসের ওপর নির্ভর করে সিনেমাটি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বানসালি। তবে শুধু ঐশ্বরিয়া নন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় লীলা বানসালিও এই সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন।

Aishwarya Rai birthday special: 16 Photos capturing her ethereal beauty

২০০৮ সালে ‘যোধা আকবর’ সিনেমায় রাজপুত মহারানী যোধা বাঈ-এর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। সিনেমায় অসামান্য অভিনয় করেও ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হননি ঐশ্বরিয়া, তবে এই সিনেমাটি পেয়েছিল ৫টি ফিল্মফেয়ার পুরস্কার। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা নায়ক, সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেরা লিরিক্স ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল এই সিনেমাটি।

তবে শুধু ফিল্মফেয়ার পুরস্কার নয়, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান টিম একাডেমি পুরস্কার, জি সিনে পুরস্কারসহ বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী।

10 best makeup, skincare and haircare tips you can learn from Aishwarya Rai  Bachchan's Instagram | Vogue India

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিল ঐশ্বরিয়া এবং অভিষেকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে অভিষেকের হাত ধরে অতি সম্প্রতি এক বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া।

পূর্বের খবরজোটে যাবে না এনসিপি, ৩০০ আসনে দেবে প্রার্থী
পরবর্তি খবরঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা