তানজিনা হাসান মেৌ
ভিনিউজ : আজ পয়লা এপ্রিল সাংবাদিক ও গবেষক জয়ন্ত আচার্যের জন্মদিন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন দৈনিক লাল সবুজ পত্রিকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসাবে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক বাংলা খেকে প্রকাশিত আলোড়িত সাপ্তাহিক বিত্রিতায় রিপোর্টার হিসাবে কাজ করেন । বিচিত্রায় আনেকগুলো আলোচিত কাভার ষ্টোরি করেন ।খ্যাতি অর্জন করেন ।
সুযোগ পান দেশের খ্যাতনামা সাংবাদিকদের সাথে কাজ করার । পরে বিচিত্রার সম্পাদক শাহাদৎ চোধুরী সম্পাদিত সাপ্তাাহিক ২০০০ এ সাড়া জাগােনা অনুসন্ধানী রিপোর্ট করেছেন, যা সেই সময় দেশ-বিদেশে আলোড়ন তুলেছে । পরে তিনি চ্যানেল আই যোগ দেন। দৈনিক ভোরের কাগজ , দেশের প্রথম অন লাইন দৈনিক বিডি নিউজ , আমাদের অর্থনীতিতে বিশেষ প্রতিবেদক হিসাবে কাজ করেছেন । তার অনুসন্ধানী সাংবাদিকতা নিযে রয়েছেন দুইটি বই : দৃষ্টির অন্তরালে ও আদিবাসী জনপথের পখে প্রান্তরে । অনুসন্ধানী সাংবাদিকতা নিযে বই দৃষ্টির অন্তরালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের পাঠ্য হয় । তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখেন ।বাংলাদেশের বিভিন্ন সামািজিক সমস্যা , নির্বাচন ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন। তিনি দীর্ঘদিন অন লাইন মিডিয়া এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার সাংবাদিকদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ।
বর্তমানে তিনি অন লাইন দৈনিক ভিনিউজ বিডির সম্পাদক ও ভারত খেকে প্রকাশিত দৈনিক আজকালের বাংলাদেশ প্রতিনিধি । ভিনিউজের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ এস এম সামছুল আরেফিন ও চেয়ারম্যান এ্যাপেক্স ওয়েভিং গ্রুপের এর চেয়ারম্যান হারুন আর রশিদ । তিনি রয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংসঠনের সাথে জড়িত । ভিনিউজ পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা ।