সকলকে ধন্যবাদ : রোহিত শর্মা
দুবাই: রোহিত শর্মা যখন অধিনায়ক হয়েছিলেন তখন তার একমাত্র লক্ষ্য ছিল আইসিসি শিরোপা জয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় মিস করেছিলেন রোহিত। কিন্তু গত ৯ মাসে তার অধিনায়কত্বে রোহিত ভারতকে দুবার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর, ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতল। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অধিনায়ক রোহিত শর্মা আবেগপূর্ণ বার্তা দেন।
ফাইনাল জয়ের পর ম্যাচ দেখতে আসা ভক্তদের জন্য রোহিত শর্মা বলেন,”যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। দুবাইয়ের ভিড় অসাধারণ ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়, তবুও এমন মনে হয়নি। আমাদের খেলা দেখতে এবং জিততে সাহায্য করতে এত মানুষ এসেছে দেখে আমি খুবই তৃপ্তি পেলাম। তাদের জয় উপহার দিতে পেরে খুশি।”
এছাড়া রোহিত শর্মা ভারতীয় স্পিনারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, “যখন আপনি এই ধরনের পিচে খেলছেন, তখন স্পিনারদের কাছ থেকে অনেক কিছু আশা করা হয়। আমরা আমাদের স্পিনারদের শক্তি সম্পর্কে সচেতন ছিলাম এবং তারা দুর্দান্ত পারফর্ম করেছে। জয়ী হওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বরুণ দুর্দান্ত বোলিং করেছে। সে আমাদের জন্য টুর্নামেন্টের শুরুতে খেলেনি, কিন্তু যখন সে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে পাঁচ উইকেট নিয়েছিল তখন আমরা তার বোলিংয়ের সর্বোচ্চ ব্যবহার করতে চেয়েছিলাম। তার বোলিংয়ে দারুণ গুণ আছে। অন্যদের থেকে আলাদা।”