যুদ্ধবিরতির পর ভারত শাসিত জম্মুর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক

 

ভিনিউজ :
।ভারত শাসিত জম্মুতে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা গেছে আজ রোববার সকালে। মানুষজন ঘর থেকে বেরিয়ে এসেছে, কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে এবং রাস্তায় চলাচল শুরু হয়েছে।

বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া সরেজমিনে গিয়ে এসব দেখতে পেয়েছেন।

গতকাল শনিবার রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও, জম্মুর স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ির আশেপাশে ড্রোন দেখতে পান।

জম্মুর সীমান্তবর্তী এলাকার অনেক স্থানীয় বাসিন্দা তাদের এলাকায় ড্রোন উড়তে দেখেছেন।

পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত গ্রামগুলো থেকে ফোনে মানুষজন জানিয়েছেন, যুদ্ধবিরতির কিছু সময় পরেও তাদের বাড়ির আশেপাশে হালকা গুলির শব্দ শোনা গেছে।

রাজৌরির কিছু বাসিন্দাও লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোন দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে আকাশে ঘোরাফেরা করছিল। তবে, কয়েক ঘন্টা পরে এটা বন্ধ হয়ে যায়।

ভারত সরকারের পক্ষ থেকে গভীর রাতে এক প্রেস ব্রিফিং এ জানানো হয়, পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন এবং হালকা গুলি চালানোর মতো কিছু ঘটনা ঘটেছে। তবে পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

রোববার সকালে স্থানীয় বাসিন্দারা তাদের পুরো রাতটি শান্তিতে কেটেছে বলে জানিয়েছে।

সীমান্তের কাছে কিছু গোলাবর্ষণের পর এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্তমানে জম্মু এবং আশেপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসছে।

-বিবিসি

পূর্বের খবরঢাকাসহ দেশের ৮টি জেলায় তীব্র তাপপ্রবাহ, কিছুটা কমতে পারে সোমবার
পরবর্তি খবরশুভ বুদ্ধ পূর্ণিমা : সম্প্রীতি এবং মানবতাবোধ