মেহজাবীন-রাজীবের বিয়ে নিয়ে যা বললেন জয়

 

ভিনিউজ ডেস্ক : এদিকে মেহজাবীন ও রাজীবকে শুভকামনায় ভাসিয়েছেন সহকর্মী তারকারা। দুজনকে নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ছবির মতোই হোক এই বন্ধন।

নিজের পোস্টে জয় লেখেন, অভিনন্দন। মেহজাবীন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এ বন্ধন। মেহজাবিনের মতো দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কারই বা ছিল।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি।

 

পূর্বের খবররাচিনের ব্যাটে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়
পরবর্তি খবরএটিএম আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি