:
রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ‘’প্রিয়ঙ্কা চোপড়া। রাজস্থানের জয়পুরে তিনি উঠেছেন এক বিলাসবহুল হোটেলে।
নিজের দেশ ছেড়ে হলিউডে পেতেছেন সংসার, কাজও করছেন সেখানেই। তবু দেশ ছেড়ে কি থাকা যায়। গত কয়েক মাসে মাঝে মধ্যেই প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা গিয়েছে ভারতে। নতুন করে এ দেশে ছবির কাজও শুরু করবেন বলে শোনা গিয়েছে। এরই মধ্যে ফের তিনি দেশে ফিরেছেন। এ বার এসেছেন রাজস্থানে। রাজকীয় সফরে মুগ্ধ অভিনেত্রী।
রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ‘দেশি গার্ল’। রাজস্থানের জয়পুরে তিনি উঠেছেন এক বিলাসবহুল প্রাসাদ রিসোর্টে। সেখানকার মহল, খাওয়াদাওয়া থেকে স্থানীয় শিল্পীর সঙ্গীত নিবেদন— সবই তুলে ধরেছেন অভিনেত্রী। আর সব থেকে বেশি মন কেড়েছে বাগানে ঘুরে বেড়ানো ময়ূর। রবিবার সকালে ঘুম চোখ খুলে তাকেই প্রিয়ঙ্কা বন্ধু বলে সম্বোধন করেছেন।