ভারতের হামলায় উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত পাকিস্তানের শেখ জায়েদ বিমানবন্দর

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার (১০ মে) ভোরে পাকিস্তানের এই বিমানবন্দরটিতে ভারতীয় বাহিনী আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ডন জানিয়েছে, পাকিস্তানের এই বিমানবন্দর ইসলামাবাদ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত। ভারতীয় বাহিনীর গত শনিবারের হামলায় আমিরাতের প্রেসিডেন্ট ও তার পরিবারের ব্যবহৃত রাজকীয় লাউঞ্জসহ বিমানবন্দরটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।ডেপুটি কমিশনার খুররাম জাভেদ নিশ্চিত করেছেন যে বিমানবন্দরটিতে একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

তিনি বলেছেন, ২০২৩ সাল থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা স্থগিত থাকায় মাঝেমধ্যে আবুধাবির রাজপরিবারের সদস্যরা বিমানবন্দরটি ব্যবহার করতেন।খুররাম জাভেদ বলেছেন, হামলায় রাজকীয় লাউঞ্জটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সেইসঙ্গে বিমানবন্দরে উড়োজাহাজ দাঁড়ানোর জায়গায় ১০ ফুট চওড়া গর্তের সৃষ্টি হয়েছে।

বিমানবন্দরের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, গত শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তারা বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল–নাহিয়ানের নামে করা এই বিমানবন্দর পাকিস্তানের উড়োজাহাজ চলাচল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

পূর্বের খবরওদিক থেকে গুলি চললে, এদিক থেকে গোলা চলবে: মোদি
পরবর্তি খবরচিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবার আহ্বান প্রধান উপদেষ্টার