বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের দাবি খারিজ ভারত, আফগানিস্তানের

 

ভিনিউজ : বেলুচিস্তানের ঘটনায় আফগানিস্তানকে দায়ী করেও ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান। সেই দাবি খারিজ ভারত ও আফগানিস্তানের।

তাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয়ার পিছনে আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে পাকিস্তান। সেই দাবি নস্যাৎ করলো ভারত ও আফগানিস্তান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের ‘আত্মসমালোচনা’ করা উচিত। আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান ভিত্তিহীন কথা বলছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে, আতঙ্কবাদের আঁতুড়ঘর কোথায়। অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান।”

সাধারণভাবে পাকিস্তান তাদের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে ভারতকে দায়ী করলেও, জাফর এক্সপ্রেসের ঘটনা নিয়ে আফগানিস্তানকেই মূল নিশানা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপত্র শাফকত আলি জানান আফগানিস্তানেই ট্রেন হাইজ্যাকের ছক করেছিল দুষ্কৃতীরা।

তিনি জানিয়েছেন, “আমাদের নীতির কোনো পরিবর্তন হয়নি। তথ্য অনুযায়ী পাকিস্তানে এই ধরনের হামলার জন্য দায়ী থাকে ভারত। তবে এক্ষেত্রে আমাদের কাছে প্রমাণ আছে এই হামলার ছক আফগানিস্তানে কষা হয়েছে।”

শফকত আরো বলেন সারা পৃথিবী জুড়ে ‘হত্যার প্রচার’ চালাচ্ছে ভারত। এর ফলে প্রতিবেশী দেশগুলি বিপদে পড়ছে। বেলুচিস্তান লিবারেশান আর্মি বা বিএলএ সম্পর্কে ভারতীয় মিডিয়ার সদর্থক প্রচারেরও সমালোচনা করেন তিনি।

 

আফগানিস্তানে তালেবান শাসকরাও জানিয়েছেন, তাদের সঙ্গে পাকিস্তানের ট্রেনে হামলার কোনো সম্পর্ক নেই। আফগানিস্তান কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, ”পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা এই অভিযোগ খারিজ করছি। আমরা পাকিস্তানকে বলছি, তারা যেন নিজেদের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে।”

পূর্বের খবরযুদ্ধবিরতির জন্য শর্ত দিচ্ছেন পুতিন
পরবর্তি খবরন্যাটো প্রধানকে ট্রাম্প, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চাই