বিচ্ছেদের পরেও চর্চায় থাকেন অর্জুন-মালাইকা

 

বিচ্ছেদের পরেও চর্চায় থাকেন অর্জুন-মালাইকা । প্রাক্তনের নাচ দেখে এবার নিজেকে সামলাতে পারলেন না অর্জুন। সম্প্রতি, ছবির প্রচারে মালাইকা অরোরার টিভি শো ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার ভার্সেস সুপার ডান্সার’-এ গিয়েছিলেন অর্জুন কাপুর। সেখানেই মঞ্চে হিট গানে নাচতে দেখা যায় মালাইকাকে। যা দেখে অর্জুন অকপটে জানান তিনি ‘বাকরুদ্ধ’।

পূর্বের খবরপেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন নির্বাচন চাই: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
পরবর্তি খবরইউটিউবের ২০ বছর: অচিন্তনীয় সাফল্য