লস অ্যাঞ্জেলেসেে রাস্তায় বিক্ষোভকারীরালস অ্যাঞ্জেলেসেে রাস্তায় বিক্ষোভকারীরা । অভিবাসনবিরোধী তল্লাশির জেরে তৃতীয় দিনেও উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস৷ বিক্ষোভ থামাতে রোববার ন্যাশনাল গার্ড পাঠানোর পর সোমবার শহরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ৷
তাছাড়া বিক্ষোভকারীদেরকে শহর ত্যাগ করারও নির্দেশ দিয়েছে পুলিশ৷ সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লেখা হয়, ‘‘আপনাদেরকে এখনই এই এলাকা ত্যাগ করতে হবে৷’’
গত সপ্তাহে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর একাধিক অভিযানের পর লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ শুরু হয়৷ অন্তত ১১৮ জনকে অবৈধ অভিবাসী বলে সন্দেহ করে এই অভিযান চালানো হয়৷ অভিবাসী অধ্যুষিত এলাকা থেকে এই অভিযানগুলোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়৷ পরবর্তীতে শহর জুড়ে বিক্ষোভকারীরা একত্রিত হন৷
বার্তা সংস্থা ডিপিএ-র খবরে বলা হয়েছে, এখন পযন্ত বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে আটক করা হয়েছে৷