পরিবার নিয়ে তাজমহল দর্শনে ঋষি সুনাক

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি ভারত সফরে এসেছেন। ভারতে এসেই শনিবার (১৫ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী তাজমহল দর্শনে গেছেন তিনি। খবর এনডিটিভির।

বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল ভারতের তাজমহল। যারা ভারতে বেড়াতে যান, সকলেই একবার হলেও তাজমহল দর্শন করতে যায়। সেই তাজমহল দর্শনে হাজির হন ঋষি সুনাক।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুরো পরিবার নিয়ে ভারত সফরে এসেছেন তিনি। স্ত্রী অক্ষতা মূর্তি, দুই মেয়ে অনুষ্কা, কৃষ্ণা এবং শাশুড়ি সুধা মূর্তিকে নিয়ে তাজমহল দর্শনে যান।

সুনাক

ঋষি এবং তার পরিবারের সুরক্ষায় বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখে ছবি তোলার জন্যে ভিড় করেন তাজমহল দর্শনে আসা পর্যটকেরা। ক্যামেরা বের করে তার সঙ্গে ছবিও তুলতে থাকেন অনেকেই। সেইসময় সুনাক ও তার পরিবার পর্যটকদের উদ্দেশে হাত নাড়ান এবং হাতজোড় করে তাদের শুভেচ্ছা জানান।

সুনাক বলেছেন, আমার সন্তানরা এটি দেখে কখনোই আর ভুলবে না। এমন উষ্ণ আতিথেয়তায় আমরা কৃতজ্ঞ। আমাদের পুরো পরিবারের জন্য এমন অভিজ্ঞতা যা কখনো ভোলার মতো না।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি সুনাক মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের পঞ্চম এবং চূড়ান্ত টি-টোয়েন্টি ম্যাচ দেখতে অংশ নিয়েছিলেন।

পূর্বের খবরদিল্লির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বিহার
পরবর্তি খবরতারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন : মির্জা ফখরুল