তুরস্কে বিক্ষোভ, নয় সাংবাদিকসহ আটক ১১৩৩

 

ভিনিউজ : ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সময় দায়িত্বরত নয় সাংবাদিকসহ মোট ১১৩৩ জনকে আটক করা হয়েছে৷।একরেম ইমামোলুকে গত বুধবার গ্রেপ্তার করা হয়৷ সেদিন থেকেই তুরস্কে দেশজুড়ে চলছে বিক্ষোভ৷ রবিবার দুর্নীতির অভিযোগে করা মামলায় ইমামোলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামোলুর বিরুদ্ধে মামলাকে বিরোধী দল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বিরুদ্ধে অভিহিত করেছে।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ( সিএইচপি)-র ডাকা বিক্ষোভ থেকে এ পর্যন্ত নয় সাংবাদিকসহ ১১৩৩ জনকে আটক করা হয়েছে৷

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, “পাঁচ দিন ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ১,১৩৩ জনকে আটক করা হয়েছে এবং ১২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।”

ইস্তাম্বুলের সারাচান জেলায় এক বিক্ষোভ সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেছেন, ইমামোলুকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

আটক সাংবাদিকদের মধ্যে এএফপির একজন ফটোগ্রাফারও রয়েছেন বলে জানা গেছে।

পূর্বের খবরহামজাকে নিয়ে যা বললেন ভারতের কোচ
পরবর্তি খবর‘জিততেই হবে বন্ধু’, তামিমের জন্য যুবরাজ-মালিঙ্গা-তিওয়ারির প্রার্থনা