তাপদাহে ৪৯ জেলা : গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

 

ভিনিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরলেও কমছে না গরমের দাপট। দুই দিন ধরে ভ্যাপসা গরমে অস্বস্তিতে জনজীবন। এর মধ্যে দেশের ৪৯ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে—এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

পূর্বের খবরবাড়ছে করোনা সংক্রমণ : হাসপাতালগুলোতে ফের শুরু হচ্ছে পরীক্ষা
পরবর্তি খবরপদ্মাসেতু রক্ষা বাঁধের ভাঙন রোধে অতিদ্রুত কার্যক্রম শুরু হবে: সেতু উপদেষ্টা