ঢাকাসহ দেশের ৮টি জেলায় তীব্র তাপপ্রবাহ, কিছুটা কমতে পারে সোমবার

 

ভিনিউজ : ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে (ফাইল ছবি)ছবির উৎস,Getty Images
ছবির ক্যাপশান,ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে (ফাইল ছবি)
রাজধানী ঢাকাসহ ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর অন্য জেলাগুলোতে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। রোববার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রোববার চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের এই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ফলে সোমবার সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সময় চলমান তাপপ্রবাহ দেশের কোথাও কোথাও প্রশমিত হতে পারে।

পূর্বের খবরক্যারিয়ারের চিন্তায় মা হতে পারেননি ইন্দ্রাণী
পরবর্তি খবরযুদ্ধবিরতির পর ভারত শাসিত জম্মুর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক