জমে উঠেছে আবাসন মেলা
ভিনিউজ : জমে উঠেছে আবাসন মেলা। ক্রেতা-দর্শনার্থীর কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দিচ্ছেন, কেউ খোঁজখবর নিয়ে রাখছেন যেন আগামীতে কেনা যায়। বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব আয়োজিত মেলার গতকাল ছিল দ্বিতীয় দিন। এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলা চলবে ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিট ৫০ আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা।
শেলটেক এবারের মেলায় ৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক বিক্রয়যোগ্য প্রকল্প নিয়ে এসেছে। গ্রাহকরা শেলটেকের স্পট বুকিং দিলে ছাড় পাচ্ছেন। মেলায় অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস বুকিং দিলে ভ্রমণের অফার দিচ্ছে অ্যাসিওর গ্রুপ। প্রতিষ্ঠানটি কক্সবাজার বা মানিকগঞ্জের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে দুই রাত ‘ফ্রি কাপল ট্যুরের’ সুযোগ দিচ্ছে।
ইনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম বলেন, ত্রুটিপূর্ণ ড্যাপ, নির্মাণ সামগ্রীর উচ্চ দামসহ নানা কারণে ব্যবসায়ীরা সংকটে রয়েছেন। ফ্ল্যাট বিক্রি কমেছে। তবে মেলায় মোটামুটি সাড়া পাওয়া যাচ্ছে। ‘আমাদের প্রপার্টিস’-এর সহকারী ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন জানান, তাদের প্রতিষ্ঠান মেলায় ১০ শতাংশ ছাড় দিচ্ছে। শ্যামলী, কল্যাণপুর, উত্তরা, সাভার, ডিওএইচএসসহ বিভিন্ন স্থানে প্রকল্প রয়েছে।
অন্যদিকে ঢাকা মডার্ন সিটি কাঠাপ্রতি দেড় লাখ টাকা এবং প্রাইম অ্যাসেট গ্রুপ কাঠাপ্রতি ১ লাখ টাকা ছাড় দিচ্ছে। এ ছাড়া সর্বোচ্চ ২ লাখ টাকা ছাড় দিয়ে আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ এলাকার ঢাকা-মাওয়া হাইওয়ে-সংলগ্ন এলাকায় তিন কাঠা প্লট ১৫ থেকে ১৬ লাখ টাকায় বিক্রি করছে রিয়েলচাপিতা গ্রুপ।