কেমন কাটলো তারকাদের নববর্ষ ১৪৩২ : জানিয়েছেন ভক্তদের শুভেচ্ছা

 

বাঙ্গালীর বর্ষ বরণ পয়লা বৈশাখের আনন্দে মেতেছে সবাই। দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ আজ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন। পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে কেউ কেউ। শোবিজের তারকারাও তাদের অনুরাগীদের ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান তার ফেসবুকে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে তার এসকে ফিল্মসের ফেসবুক পেজের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে শাকিব ‘নাচো গাই’ শিরোনামের একটি গানের সঙ্গে নৃত্য করছেন। শাকিবের এ নৃত্যটি সবাই বেশ পছন্দ করেছেন। তার এ ভিডিও দেখে এবং নববর্ষের বার্তার জবাবে অনুরাগীরাও তাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন।

 

 

এক সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘সুন্দর, সমৃদ্ধ ও শান্তিময় হোক আগামীর দিনগুলো। সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।’

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা সব উৎসব পার্বণেই সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। তার অনুরাগীদের সঙ্গে ভাব বিনিময় করেন। এবারের বাংলা নতুন বছর উপলক্ষে তিনি তার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে ‘শুভ নববর্ষ ১৪৩২’ লিখে একটি ছবি সংযুক্ত করেছেন। ছবিটি আসলে তার রাজনৈতিক পোস্টার। এ পোস্টারে দেখা যাচ্ছে তিনি তার নির্বাচনী এলাকার জনসাধারণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

চিত্রনায়িকা বর্ষা তার ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বৈশাখের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে’।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নববর্ষ উপলক্ষে তার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি প্রকাশ করেছেন। এতে তাকে বৈশাখী সাজে দেখা যাচ্ছে। ছবিগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২’।

পূর্বের খবরতারা ইচ্ছাকৃতভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে-নাছির উদ্দীন
পরবর্তি খবরAimee Lou Wood calls SNL parody ‘mean and unfunny’