কিউইদের হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

 

ভিনিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে ভারত। সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।

অবশ্য জয়ের পাল্লা ভারি ছিল নিউজিল্যান্ডের পক্ষে। কিন্তু কেন উইলিয়ামসন ফিরতেই অলআউট হয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
গ্রুপ ‘এ’ থেকে ভারত তিন ম্যাচেই জেতায় প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। ৪ মার্চ দুবাইতে হবে ম্যাচটি। পরদিন লাহোরে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

এর আগে ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল হেরেছে। ওই বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারে ভারত।

 

পূর্বের খবর৩০ বসন্ত প্রেমে মগ্ন ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে
পরবর্তি খবরআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন, যে জবাব দিলেন ড. ইউনূস