গুরুতর অসুস্থ বর্ষীয়ান সংগীতজ্ঞ প্রতুল মুখোপাধ্যায়। আইসিইউতে চিকিৎসা চলছে এ গায়ক-সুরকারের। বিগত দুই সপ্তাহ ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় প্রতুল মুখোপাধ্যায়ের।
এসএসকেএম হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নিউমোনিয়াতেও আক্রান্ত গায়ক। সোমবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮), ‘যেতে হবে’ (১৯৯৪), ‘ওঠো হে’ (১৯৯৪), ‘কুট্টুস কাট্টুস’ (১৯৯৭), ‘স্বপ্নের ফেরিওয়ালা’ (২০০০), ‘তোমাকে দেখেছিলাম’ (২০০০), ‘স্বপনপুরে’ (২০০২), ‘অনেক নতুন বন্ধু হোক’ (২০০৪), ‘হযবরল’ (২০০৪), ‘দুই কানুর উপাখ্যান’ (২০০৫), ‘আঁধার নামে’ (২০০৭)। বাংলাদেশে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রতুল মুখোপাধ্যায়ের একটি অ্যালবাম প্রকাশিত হয় ২০১১ সালের মার্চে। অ্যালবামটির নাম ‘আমি বাংলায় গান গাই’।