অস্কারের মনোনয়ন ঘোষণা করবেন তাঁরা

লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে দুই দফায় পেছানো হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের চূড়ান্ত মনোনয়নের ঘোষণা। অবশেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ [২৩ জানুয়ারি] ঘোষণা করা হবে তালিকা। এবার এ কাজটি সম্পাদন করবেন দুজন কমেডিয়ান-অভিনেতা। তাঁরা হলেন র‍্যাচেল সেনট ও বোয়েন ইয়াং।

অনুষ্ঠানটি প্রচারিত হবে অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি দেখা যাবে ইউটিউব ও টিকটকে।বোয়েন ইয়াং

র‍্যাচেল সেনট আমেরিকান অভিনেত্রী ও কমেডিয়ান। অভিনয় করেছেন ‘শিবা বেবি’ [২০২০], ‘বটমস’ [ ২০২৩] ও ‘স্যাটারডে নাইট’ [২০২৪]-এর মতো ছবিতে।

অন্যদিকে চীনা বংশোদ্ভূত বোয়েন ইয়াংয়ের জন্ম অস্ট্রেলিয়ায়। পরে চলে আসেন আমেরিকায়। এনবিসির কমেডি সিরিজ ‘স্যাটারডে নাইট লাইভ’-এ লেখক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ‘জিউই’, ‘দ্য আদার টু’-এর মতো শো যেমন করেছেন, তেমনি অভিনয়ে দেখা গেছে ‘ফায়ার আইল্যান্ড’, ‘ব্রোস’ প্রভৃতি ছবিতে।

উল্লেখ্য, অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার কথা ছিল ১৭ জানুয়ারি । কিন্তু লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে দুই দিন পেছানো হয়। এর পরও পরিস্থিতির উন্নতি না হলে আজকের দিন নির্ধারণ করা হয়।

পূর্বের খবরতাপমাত্রা কমতে পারে শনিবার থেকে, আশঙ্কা কম তীব্র শীতের
পরবর্তি খবরপ্রথম বিদেশ সফর হিসেবে সৌদি যেতে পারেন ট্রাম্প, তবে…