লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে দুই দফায় পেছানো হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের চূড়ান্ত মনোনয়নের ঘোষণা। অবশেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ [২৩ জানুয়ারি] ঘোষণা করা হবে তালিকা। এবার এ কাজটি সম্পাদন করবেন দুজন কমেডিয়ান-অভিনেতা। তাঁরা হলেন র্যাচেল সেনট ও বোয়েন ইয়াং।
র্যাচেল সেনট আমেরিকান অভিনেত্রী ও কমেডিয়ান। অভিনয় করেছেন ‘শিবা বেবি’ [২০২০], ‘বটমস’ [ ২০২৩] ও ‘স্যাটারডে নাইট’ [২০২৪]-এর মতো ছবিতে।
উল্লেখ্য, অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার কথা ছিল ১৭ জানুয়ারি । কিন্তু লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে দুই দিন পেছানো হয়। এর পরও পরিস্থিতির উন্নতি না হলে আজকের দিন নির্ধারণ করা হয়।




