ভিনিউজ : দিনটি আজও ভুলতে পারেননি বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা। যার আসল নাম ভানুরেখা গণেশন। বলিউডের একসময়ের নজরকাড়া সুন্দরীদের অন্যতম তিনি। সেই সময় অভিনয় করতে গিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ভালোবেসে ফেলেছিলেন অভিনেত্রী, তাকেই চিৎকার করে বলেছিলেন— তোমায় ঘৃণা করি।
নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে অমিতাভ-রেখা মুখোমুখি। ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী ১৫ হাজার দর্শক। রেখা কথাটা বলার পর পিনপতন স্তব্ধতা। অনেকক্ষণ পর ভিড়ের মধ্যে থেকে একটাই শব্দ শোনা গিয়েছিল— ‘ওহ’। তত দিনে অমিতাভ-রেখার রোমান্স সবাই জানেন। জানেন অভিনেত্রী জয়া বচ্চনও! সংসারে তাই নিয়ে নিত্য অশান্তি চলে।
অভিনেত্রী যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, কী করে তাকে মুখের উপরে হাজার হাজার মানুষের সামনে ‘ঘৃণা করি’ বলবেন? অথচ সে কথা তাকে বলতেই হবে। তাও আবার প্রকাশ্যে— ভিড়ের মাঝে। রেখা যন্ত্রণায় ছটফট করেছিলেন। বলতে গিয়ে কান্নায় গলা বুজে এসেছিল। তারপরও তাকে বলতে হয়েছিল।
শাহেনশাহর সংসার বাঁচাতেই কি রেখা এই পদক্ষেপ নিয়েছিলেন? বলিউড বলছে— নায়িকাকে অমিতাভের উদ্দেশে এ কথা বলতে বাধ্য করা হয়েছিল।