গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র

গাজার দুই হাসপাতালে গণকবর আবিষ্কারের ঘটনায় ইসরায়েলের কাছে জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ এপ্রিল) হোয়াইট হাউস এ জবাব চায়। খবর বাসস।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বুধবার স্বাস্থ্যকর্মীরা খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার এবং গণকবরে প্রায় ৩৪০ জনের মরদেহের সন্ধান পেয়েছে।

গাজা শহরের আল-শিফা হাসপাতালের চত্বরে দুই গণকবরে প্রায় ৩০টি মরদেহ পাওয়া গেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আমরা জবাব চাই।’ ‘আমরা এর পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত দেখতে চাই।’

গণকবরগুলো আবিষ্কারের ফলে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে পরিস্থিতির স্বাধীন তদন্তে জাতিসংঘের দাবি জোরালো হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাদাভ শোশানি বলেছেন, নাসের হাসপাতালের কবরটি কয়েক মাস আগে গাজাবাসী খনন করেছিল।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, ফিলিস্তিনিদের দেয়া কবরের মরদেহগুলো জিম্মিদের সন্ধানকারী সৈন্যরা পরীক্ষা করেছিল। তবে এ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি সৈন্যরা ছিল এমন অভিযোগের ব্যাপারে মুখপাত্র সরাসরি কিছু বলেননি।

গাজায় ছয় মাসেরও বেশি সময় চলমান যুদ্ধে আন্তর্জাতিক আইনে সুরক্ষা পাওয়া হাসপাতালগুলো বারবার ইসরায়েলি বোমা বর্ষণের শিকার হয়েছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার এ হামলায় গাজায় কমপক্ষে ৩৪ হাজার ২৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এস/ভি নিউজ

পূর্বের খবরগুরুর মর্যাদা’র লড়াইয়ে চ্যাম্পিয়ন বাঘা শরীফ
পরবর্তি খবরভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা