ভিনিউজ ডেস্ক : গেলো বছর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার পর থেকেই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকারে ইঙ্গিতে বিষয়টি বারবার তার বক্তব্যে উঠে আসে। এবার নরওয়ের প্রধানমন্ত্রীকে নোবেল পুরষ্কার নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন ট্রাম্প।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর-এর কাছে পাঠানো বার্তায় ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘বৈশ্বিক শান্তি নিশ্চিত করতে এই উদ্যোগ জরুরী।’
নরওয়ের প্রধানমন্ত্রীকে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, ‘আটটারও বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়নি। এই বিবেচনায় বলতে হয়, আমি এখন আর শুধু বিশ্বশান্তি নিয়ে ভাবার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’
তিনি জানান, ‘শান্তি’ অন্য সবকিছুর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হলেও তিনি এখন ‘যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক ও সুষ্ঠু বিষয়গুলো’ নিয়ে ভাবতে পারছেন।
নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরের কার্যালয় ট্রাম্পের কাছ থেকে ওই বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এক লিখিত বিবৃতিতে স্টোর জানান, নরওয়ের সরকার শান্তিতে নোবেল পুরস্কার দেয় না।
তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পসহ সবার কাছে বিষয়টা স্পষ্ট করেছি। এবং এটা অনেকেই জানেন—পুরস্কারটি নিরপেক্ষ নোবেল কমিটির পক্ষ থেকে দেওয়া হয়।’
‘তাদের (ডেনমার্কের) কাছে কেন “মালিকানার অধিকার থাকবে”? তাদের কোনো লিখিত নথি নেই। শুধু হাজারো বছর আগে একটি নৌকা এসে সেখানে ভেড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু সেখানে আমাদের নৌকাও ভিড়েছে’, যোগ করেন ট্রাম্প
যতদিন পর্যন্ত না আমাদের হাতে গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে, ততদিন বিশ্ব সুরক্ষিত থাকবে না’, যোগ করেন তিনি।
গত বছরের নোবেল জেতার জন্য জোরদার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন ট্রাম্প। তিনি আটটি যুদ্ধ বন্ধের দাবি জানান।
গত সপ্তাহে ট্রাম্পের হাতে নোবেল পদক তুলে দেন মাচাদো।




