বিবিসি প্রতিবেদন : বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্ত ২১শে জানুয়ারি, ‘বিকল্প’ হিসেবে আসতে পারে স্কটল্যান্ড?

 

ভিনিউজ ডেস্ক : ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১শে জানুয়ারি, এমনটাই বলছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ঢাকায় এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বিতীয় দফার আলোচনায় এই সময়সীমার কথা জানানো হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এই আলোচনায় বিসিবি বিশ্বকাপে খেলতে আগ্রহের কথা জানালেও ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থানে থাকে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি মূল সূচি পরিবর্তনে রাজি হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে।

এই গ্রুপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ৭ই ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায়। একই ভেন্যুতে বাংলাদেশে পরবর্তী দুই ম্যাচ খেলার কথা ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

 

বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। স্বাধীন একটি নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে ভারতের সামগ্রিক ঝুঁকিকে ‘মাঝারি থেকে উচ্চ’ বলা হলেও কোনো দলের বিরুদ্ধে আলাদা করে হুমকির কথা উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারত সফরে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সংবাদে বলা হয়েছে, ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

যদিও এখনও বিসিবি বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পূর্বের খবরমার্কিন দূতাবাসের জরুরি বার্তা : ভিসা বন্ড জমাদানে বাংলাদেশিদের জন্য
পরবর্তি খবর১৭ বছরের ছোট নায়িকার সঙ্গে পরকীয়া, অজয়কে সংসার ভাঙার হুমকি দেন কাজল