২ বিভাগে বৃষ্টির আভাস, রাতে বাড়বে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরতে পারে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী দুই দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বের খবর‘বলার মতো’ অগ্রগতির প্রতীক্ষায় ১৩ বছর
পরবর্তি খবরতিন বছর পরপর ও অবসরের আগে সম্পদের হিসাব দিতে হবে বিচারকদের