হার্ভার্ডে বিদেশি পড়ুয়া নয়, নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ভিনিউজ : যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর কোনো বিদেশি পড়ুয়াকে ভর্তি করাতে পারবে না, সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। এই বিশ্ববিদ্যালয়ে যে বিদেশি পড়ুয়ারা আছে, তাদের অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে বা যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। বৃহস্পতিবার হোমল্যান্ড দপ্তর জানিয়েছে, তারা হার্ভার্ডের বিদেশি পড়ুয়া ভর্তি করার ক্ষমতা প্রত্যাহার করে নিচ্ছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, হার্ভার্ড ইহুদি-বিদ্বেষের কেন্দ্রে পরিণত হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম হার্ভার্ডকে চিঠি লিখে জানিয়েছেন, “হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের সার্টিফিকেশন বাতিল করা হচ্ছে।” হার্ভার্ড জানিয়েছে, তারা বিদেশি পড়ুয়াদের সাহায্য করবে। এক বিবৃতিতে হার্ভার্ড জানিয়েছে, ”সরকারের এই নির্দেশ বেআইনি। সরকারের এই প্রতিশোধমূলক সিদ্ধান্তে হার্ভার্ড ও দেশের ক্ষতি হবে। হার্ভার্ডের শিক্ষাগত ও গবেষণামূলক কাজকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। হার্ভার্ড আন্তর্জাতিক পড়ুয়াদের শিক্ষা দেয়ার জন্য দায়বদ্ধ।”
হার্ভার্ডে প্রায় ছয় হাজার আটশ পড়ুয়া আছে, তার এক তৃতীয়াংশই বিদেশি। এই বিশ্ববিদ্যালয় ১৬২ জন নোবেল পুরস্কার বিজয়ীকে তৈরি করেছে।

-এপি, এএফপি, রয়টার্স)

পূর্বের খবরবিবিসি রিপোর্ট : ‘ভারত আগুন নিয়ে খেলছে,’ সাক্ষাৎকারে মন্তব্য পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের পাকিস্তানের আইএসপিআর-এর ডিজি আহমেদ শরিফ চৌধুরী
পরবর্তি খবরআরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম