ভিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিব।
রোববার (১৮ মে) শাহবাগ অবরোধ করে শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সেই সব পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সামান্যতম সহানুভূতি দেখিনি। এই সরকারের নয় মাস অতিবাহিত হয়েছে, পারভেজ-সাম্য খুন হয়, ছাত্রদলের নেতাকর্মীরা এখনো খুন হয় কিন্তু সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো বক্তব্য বা সদিচ্ছা লক্ষ্য করিনি।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে, এই শাহবাগ চত্বর থেকে যমুনায় আমরা পদযাত্রা শুরু করি সেই পদযাত্রা রোখার ক্ষমতা কারো নেই।