ভিনিউজ : প্রথমবারের মতো বিপিএল মঞ্চে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে। তবে তিনি সিনেমা বা অভিনয়ের কাজেই নয়, বরং ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে। শাকিব বর্তমানে ঢাকা ক্যাপিটালসের মালিক, এবং তার দলে খেলবেন লিটন দাস, মুস্তাফিজ, জেসন রয়ের মতো জনপ্রিয় ক্রিকেট তারকারা।
বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিবকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে অপু বলেন, “শাকিব একটার পর একটা স্বপ্ন পূরণ করছেন। আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই। তার অনেক স্বপ্ন ছিল, সেগুলো এখন একে একে পূর্ণ হচ্ছে, আলহামদুলিল্লাহ।”
অপু বিশ্বাস আরও মনে করিয়ে দেন, শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স নিয়ে অনেক আলোচনা হতো। তিনি বলেন, “আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম, তার আইপিএলে একটা দল আছে… আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। আজকে শাকিবের দল ঢাকা ক্যাপিটালস। আমার গর্বে মনটা ভরে যায়।”
অপু জানান, শাকিবের জন্য তিনি সবসময় দোয়া করেন এবং তাকে নিয়ে অনেক গর্বিত। “তার স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে, আমি তার জন্য সবসময় মন থেকে দোয়া করি,” বলেন অপু। তিনি আরও বলেন, “শাকিব স্বপ্ন দেখান এবং তা পূর্ণ করেন।”
এবারের বিপিএলে শাকিব খানের দলের প্রতি সমর্থন জানিয়ে অপু বিশ্বাস বলেন, “তার দলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ঢাকা ক্যাপিটালস যেন শিরোপা জেতে।”