মিঠুনের সঙ্গে দীর্ঘ প্রেম, বিচ্ছেদের পরে নিজেকে সামলাতে পারেননি এই নায়িকা! মিঠুন – শ্রীদেবী
ভিনিউজ : সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুজাতা মেটা বলেন, একে অপরকে নাকি পাগলের মতো ভালবাসতেন মিঠুন ও সেই নায়িকা
মিঠুনের সঙ্গে দীর্ঘ প্রেম, বিচ্ছেদের পরে নিজেকে সামলাতে পারেননি এই নায়িকা! কে সেই নায়িকা যিনি প্রেমে পড়েছিলেন মিঠুন চক্রবর্তীর?
তাঁদের দুজনের প্রেমের কথা আজও বলিউডে কান পাতলেই শোনা যায়। তবে সেই প্রেম এখন অতীত। নায়িকা প্রয়াত হয়েছেন তাও অনেকগুলো বছরই কেটে গিয়েছে। নায়ক এখনও কাজ করে চলেছেন বটে, তবে তিনি টলিউড ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা। কিন্তু তাঁদের প্রেম, বিচ্ছেদ.. সবই একসময়ে ছিল চর্চায়। তাঁরা হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও শ্রীদেবী (Sreedevi)। শোনা যায়, একসময়ে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। একে অপরকে ভালবাসতেন পাগলের মতো। সেই কথাই সদ্য প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী সুজাতা মেটা। কী বলেছেন তিনি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুজাতা মেটা বলেন, একে অপরকে নাকি পাগলের মতো ভালবাসতেন মিঠুন ও শ্রীদেবী। তবে সেই সময়ে মিঠুন ছিলেন বিবাহিত। যোগীতা বালি তখন মিঠুনের স্ত্রী। তাঁদের দুই পুত্রও রয়েছে তখন, মিমো ও নমশী। সেই সময়ে নাকি পারিবারিক অশান্তির কারণেই ভেঙে যায় মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক। কিন্তু এই পরিস্থিতিতে একেবারেই নিজেকে সামলে নিতে পারেননি শ্রীদেবী। শ্যুটিং ফ্লোরে এসে তিনি নাকি চুপ করে একটা কোনায় বসে থাকতেন। কারও সঙ্গে কথা বলতেন না। একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু শ্রীদেবী ছিলেন ভীষণ কাজপাগল। নিজের কাজকে ভীষণ ভালবাসতেন তিনি। তাই যখন ক্যামেরা অন হত, তিনি সব ভুলে কেবল অভিনয়টাই করতে পারতেন। কিন্তু বাকি সময়টা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শ্রীদেবী।
তবে একটা সময় নিজেকে সামনে নিয়েছিলেন শ্রীদেবী। এরপরেই বনি কপূরের সঙ্গে তাঁর মেলামেশা শুরু। কালক্রমে প্রেম ও বিয়ে। শ্রীদেবীর দুই কন্যা রয়েছে। জাহ্নবী ও খুশি কপূর। জীবনের শেষদিন পর্যন্ত বনি কপূরের সঙ্গেই বিবাহিত থেকেছেন তিনি। তবে তাঁর মৃত্যু ছিল রহস্যময়। বলা হয়, স্নান করতে গিয়ে নাকি বাথটবের জলে ডুবে গিয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে তদন্তও হয়েছিল বটে, তবে কিছুই পাওয়া যায়নি। বর্তমানে নিজেদের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন বনি কপূর ও তাঁর দুই কন্যা। ইতিমধ্যেই বলিউডে নিজের পা জমিয়েছেন জাহ্নবী কপূর। অভিনয়ে পা রেখেছেন মেয়ে খুশি কপূরও।