বলিউডের নতুন ঐশ্বরিয়া!

 

ভিনিউজ : সম্প্রতি ইন্টারনেটে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। বিষয়টি শুরু হয় যখন মুম্বাইয়ে ‘Baby John’ ছবির প্রচারণার সময় এক পাপারাজ্জি ওয়ামিকার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেন, ওয়ামিকার চেহারায় নাকি কিংবদন্তি অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ছায়া দেখা যায়।

বিষয়টি আরও আলোচনার জন্ম দেয় যখন প্রাইম ভিডিও তাদের X (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে ঐশ্বরিয়া রাই এবং ওয়ামিকা গাব্বির দুটি ছবি পাশাপাশি পোস্ট করে। ক্যাপশনে লেখা হয়, “হ্যাঁ, আমরাও সেটা দেখেছি,” সঙ্গে হৃদয়ের ইমোজি যোগ করে।

এই পোস্টের পরপরই ভক্তদের মধ্যে আলোচনা আরও বেড়ে যায়। অনেকেই মন্তব্য করেন যে, ওয়ামিকার চেহারায় সত্যিই ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বেশ মিল রয়েছে। কেউ কেউ আবার মনে করেন, এটি নিছকই একটি কাকতালীয় বিষয়।

যাই হোক, ওয়ামিকার এই তুলনা নিঃসন্দেহে তাকে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

পূর্বের খবরশীত নিয়ে যা জানালেন আবহাওয়াবিদরা
পরবর্তি খবরদক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭