বক্স অফিসে বাজিমাত রণবীর-দীপিকার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র

 

ভিনিউজ : ২০১৩ সালের ৩১ মে প্রথম মুক্তি পায় রণবীর ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। সে বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ছিল অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটি। মুক্তির ১১ বছর পেরিয়ে গেলেও যে সিনেমাপ্রেমীদের কাছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র জনপ্রিয়তার একটুও ভাটা পড়েনি তার প্রমাণ পাওয়া গেল আবারও। চলতি বছরের ৩ জানুয়ারি সিনেমাহলে ফের মুক্তি পায় করণ জোহরের ধার্মা প্রোডাকশনের সিনেমাটি। পুনরায় মুক্তির পরও বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে সিনেমাটি।

পুনরায় মুক্তির প্রথম দিনে ভারতে ১ কোটি ১৪ লাখ রুপি আয় করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। বছরের প্রথম সপ্তাহান্তে প্রায় ৬ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে রণবীর-দীপিকা অভিনীত সিনেমাটি।

ছবিটি প্রথম সোমবার ১ কোটি ৬০ লাখ রুপি আয় করে। এরপরে মুক্তির পঞ্চম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত আয় করেছে যথাক্রমে ১ কোটি ৭০ লাখ রুপি, ১ কোটি ৮০ লাখ রুপি এবং ১ কোটি ৪৫ লাখ রুপি।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মোট আয় বর্তমানে প্রথম সপ্তাহে ১৩ কোটি ৫ লাখ রুপি। এরমধ্য দিয়ে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি ২০২৫ সালে হিন্দি সিনেমার জগতে প্রথম হিট ছবি হিসেবে আবির্ভূত হলো।

পূর্বের খবরসিলেট হয়ে লন্ডনে যেতে চাওয়ার বিষয়ে যা বললেন
পরবর্তি খবরঅ্যাঞ্জেলেসে দাবানলে: পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদলেন প্যারি