ভিনিউজ : সচিবালয়ে আগুণ লাগার কারণ ও উৎস জানার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি আগামী তিন দিনের মাঝে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিবে।
আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
“আগুনটা আরও আগে নেভানো যেত কি না, আগুন নেভাতে বিলম্ব হয়েছে কি না, এগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না। অনেক প্রশ্ন অনেকের মনে আছে। সব প্রশ্নের উত্তর আমরা আমাদের মতো দিতে থাকলে তাহলে তো তদন্ত কমিটি করে কোনও লাভ হচ্ছে না,” বলেন মিজ হাসান।
সবাইকে তদন্ত কমিটিকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করে তিনি বলেন, “এই ঘটনার অবশ্যই সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে। এই ঘটনা আর যাতে না ঘটে, সেই ব্যবস্থাও গ্রহণ করতে হবে।”
এসময় তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিতি ছিলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনরুদ্ধার করা সম্ভব। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেকর্ড অ্যানালগ ছিল।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়ে গেছে।