জিমি কার্টারের মৃত্যুতে শোক জানালেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে গিয়ে এই শোক জানান তিনি।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে জিমি কার্টারের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।

দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন।দূতাবাসে স্বল্প সময় অবস্থানকালে জিমি কার্টারের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জিমি কার্টারের বাড়িতে যাওয়ার স্মৃতি স্মরণ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।
পূর্বের খবরমনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতে ভারতীয় হাইকমিশনে ড. ইউনূস
পরবর্তি খবরথার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট: পরিবেশ উপদেষ্টা