গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

 

ভিনিউজ : দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।

ময়মনসিংহগামী ইমাম পরিবহনের যাত্রী মো. হানিফ বলেন, আমি জরুরি কাজে ময়মনসিংহ যাচ্ছিলাম, কিন্তু রাস্তা অবরোধ থাকায় আটকে আছি। গাড়ি নড়ছে না, ভীষণ কষ্টকর পরিস্থিতি। শ্রমিকদের দাবির যৌক্তিকতা থাকতে পারে, তবে এমনভাবে রাস্তা বন্ধ করলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়ে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান হয়নি।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউর কবীর খোকন বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। শ্রমিকরা যেন দ্রুত তাদের পাওনা পান, সে ব্যবস্থা করা জরুরি।

 

পূর্বের খবরIsrael completes withdrawal from key road dividing Gaza as part of ceasefire deal
পরবর্তি খবরবলিউডে অভিষেকের অপেক্ষায় পাকিস্তানি সুন্দরী