কোন দল চ্যাম্পিয়ন হবে আইপিএল ২০২৫? বড় ভবিষ্যদ্বাণী আইআইটি বাবা অভয় সিং

 

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল ২০২৫। সবে চলছে প্রথম লীগের খেলা। হয়েছে মাত্র কয়েকটি ম্যাচ। তবে এত আগেই আইপিএ নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন আইআইটি বাবা। জানিয়ে দিলেন কোন দল এবার চ্যাম্পিয়ন।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা থেকে শিরোনামে আসে অভয় সিং। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করার পরেও সুখের চাকরি ছেড়ে আধ্যাত্মিকতার দিকে পা বাড়িয়ে আইআইটি বাবা নামে খ্যাত হন তিনি।

 

আধ্যাত্মিকতার পাশাপাশি ক্রিকেট নিয়েও তার যথেষ্ট আগ্রহ ও জ্ঞান রয়েছে। তা টের পাওয়া গিয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। এছাড়া,নিজের দৈব ক্ষমতা ব্যবহার করে গত বছর ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন বলে দাবি করেছিলেন আইআইটি বাবা।

 

এবার আইপিএল ২০২৫-এ চ্যাম্পিয়ন হবে কোন দল, কারা ফাইনালে খেলবে তাও জানিয়ে দিলেন এখন থেকেই। আইআইটি বাবার মতে, আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনালে মুখোমুখি হবে সিএসকে ও আরসিবি।

 

ইতিমধ্যে পাঁচ বার আইপিএল ট্রফি জিতেছে সিএসকে। তবে ধোনির হাতে ষষ্ঠ ট্রফি উঠবে না বলেই মনে করছেন আইআইটি বাব। বরং সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তিনি বেছে নিয়েছেন বিরাট কোহলির আরসিবিকে।

 

২০০৮ সাল থেকে আইপিএল থেকে এখনও একবারও আরসিবি ট্রফি পায়নি। বেশ কয়েকবার ফাইনালেও গেলেও তীরে এসে তরী ডুবেছে তাদের। এবার আরসিবি ফ্যানেদের আশ্বস্ত করেছেন আইআইটি বাবা। যদিও তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী মেলেনি।

-bengali.news18.com

পূর্বের খবরচীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেসসচিব
পরবর্তি খবররোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র