ভিনিউজ ডেস্ক : প্রায় এক বছর ধরে জল্পনা চলেছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। বিশেষত, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল। তার পর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে। যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদ্যাপন করেছিলেন তাঁরা। তার পরই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বচ্চন দম্পতি। সেখানে জল্পনার অবসান ঘটিয়ে তারকা জুটি এই বার্তাই দেন যে, দিব্যি একসঙ্গে রয়েছেন তাঁরা। বিয়ের প্রায় ১৭ বছর পার করে ফেলেছেন একসঙ্গে, কিন্তু ঐশ্বর্যার ফোন এলেই বুক দুরুদুরু করে অভিষেকের।