ইউক্রেন নিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বললেন নবনির্বাচিত পোপ লিও

 

ভিনিউজ : রোববার পোপ হিসেবে কাজ শুরু করলেন পোপ লিও চতুর্দশ। এদিন ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে ঘোরেন পোপ লিও। সেখানে, সারা পৃথিবীর নেতা, যুবরাজ এবং দর্শনার্থীসহ প্রায় দুই লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরজেলেনস্কিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পোপ লিও র সঙ্গে তার কথা হয় বলে জানা গেছে। এছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এবং জার্মান চ্যান্সেলর ফ্রিড্রিশ ম্যার্ৎসসহ অন্যান্যও রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মূল অনুষ্ঠানের পাশাপাশি একাধিক রাজনৈতিক বৈঠকও হয় এদিন।

 

পূর্বের খবরঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
পরবর্তি খবরভারতের নিষেধাজ্ঞা : আখাউড়া স্থলবন্দরে রপ্তানিতে অচলাবস্থা