আজ মেধাবী ছাত্র পার্থ সারথি হাওলাদারে ২৬ তম মৃত্যু বার্ষিকী

গত ১৯৯৮ সালের এই দিনে (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকেল ৫ টা ১০ মিনিটে লিটন এঞ্জেলস স্কুলের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র পার্থ সারথি হাওলাদার (মিলটন) মাত্র ৮ বছর বয়সে ডাক্তারের ভুল চিকিৎসায় অকালে মৃত্যু বরণ করে।

পরিবারের পক্ষ থেকে মিলটনের আত্মার শান্তি ও সদগতি কামনায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মঙ্গল পূজা ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে ৩৫ মিরপুর রোডস্থ সুকন্যা টাওয়ারের (ফ্ল্যাট- ১৫-জি) এক ধর্মীয় সভা, প্রাথনা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

তাঁর পিতা মাতা ও পরিবারের পক্ষ থেকে মিলটনের আত্মার শান্তি ও সদগতির জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেন।

এস/ভি নিউজ

পূর্বের খবরআজকের রাশিফল
পরবর্তি খবরমুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা