চলতি বছরের ৩ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থযাত্রা অমরনাথ যাত্রা। প্রতিবছরের মতো এবারও পহেলগাম ও সোনমার্গ—কাশ্মীর উপত্যকার এই দুই পথ দিয়েই ভক্তরা অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হবেন।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তবে এ বছর পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গঠন করা হয়েছে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী। যাত্রার সময় ভক্তদের শ্রীনগর থেকে বাসে করে পৌঁছে দেয়া হবে নির্ধারিত এন্ট্রি পয়েন্টগুলোতে। ইতিমধ্যে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে যাত্রাপথে এবং বেসক্যাম্প এলাকায়।
নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাপথের থ্রিডি ম্যাপিং করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ড্রোন ও হেলিকপ্টার। এছাড়া থাকবে বডি স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা এবং প্রতিটি ভক্তকে দেয়া হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) ট্যাগ, যাতে তাদের চলাচল নজরে রাখা যায়।
ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থযাত্রা অমরনাথ যাত্রা। ছবি: সংগৃহীত
ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থযাত্রা অমরনাথ যাত্রা। ছবি: সংগৃহীত
প্রতি বছরই অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা থাকে, তবে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি ছিলেন। এই হামলার পর ভারত পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে চারদিন ধরে উত্তেজনা চলার পর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বহাল রয়েছে।
এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এবারের যাত্রার জন্য ‘অপারেশন শিব’ নামে তিনস্তরের নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। ৩৮৮০ মিটার উচ্চতায় বরফে ঢাকা অমরনাথ গুহায় প্রতিবছর লাখো ভক্ত ভিড় করেন। চলতি বছর ৩৭ দিন ধরে চলবে এই তীর্থযাত্রা।
করোনা: কাশ্মীরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা বাতিলকরোনা: কাশ্মীরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা বাতিল
এ বছর ১৪ এপ্রিল থেকে যাত্রীদের নাম নিবন্ধনের কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার ভক্তকে যাত্রার অনুমতি দেয়া হচ্ছে। সমস্ত প্রস্তুতি ও নজরদারি নিশ্চিত করে নিরাপদ অমরনাথ যাত্রা নিশ্চিত করতে চায় ভারতীয় প্রশাসন।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি