অভিনেত্রী রুচি গুজ্জর : কানে মোদির ছবিসংবলিত নেকলেস পরে আলোচিত

ভিনিউজ : কানের উৎসবে লালগালিচায় বলিতারকারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও ব্যতিক্রম নয়; এর মধ্যেই অভিনেত্রী উর্বশী রাউতেলা মঞ্চে উঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি ঘটিয়ে বসেন। বাম দিকের বাহুর নিচের অংশ ছেঁড়া। সেটি আবার স্পষ্ট দেখা যাচ্ছে— ব্যস! দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি ও ভিডিও ভাইরাল।

কিন্তু উর্বশীর ছবি-ভিডিও ভাইরাল হলেও সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হয়ে সবার নজর কাড়েন অভিনেত্রী রুচি গুজ্জর। ঐতিহ্যবাহী রাজস্তানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি। তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসংবলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুনমাত্রা যোগ করেছে। রুচি গুজ্জর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘এটি অত্যন্ত গর্বের মুহূর্ত’।

সোনালি রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্তানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা। যেখানে ছোট ছোট কাচ ও সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে। পোশাকের সঙ্গে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা।

কান উৎসবের এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, এই নেকলেসটি আমার কাছে কেবল গহনাই নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কানে এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।

রুচি গুজ্জর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই গর্ব আমার সঙ্গে বয়ে বেড়াতে চেয়েছিলাম। কানে রাজস্তান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেওয়া একটি বার্তা বলে জানান অভিনেত্রী।

পূর্বের খবরঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ
পরবর্তি খবরবিবিসি রিপোর্ট : ওয়াশিংটন ডিসির শহরতলীতে দুই ইসরায়েলি দূতাবাসের কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।