বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী পড়ি নিজেকে গড়ি

এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল :
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা জাগ্রত করনে ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্বাবনী উদ্যোগে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী পড়ি নিজেকে গড়ি’ বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে চিকনা প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান শহীদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, ত্রিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুজ্জামান রানা প্রমূখ।

উল্লেখ্য; ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুকে জানার প্রচেষ্ঠায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী পড়ি নিজেকে গড়ি বাস্তবায়নের জন্য সকল প্রধান শিক্ষকদের নির্দেশনা প্রদান করেছেন।

পূর্বের খবর৫২ হাজার ৬৬৩ টাকার ৩৭ প্রকল্প একনেকে অনুমোদন
পরবর্তি খবরনৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দিলেন মাদানী এমপি