কবি নজরুল বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত দওহঃৎড়ফঁপরহম চংুপযড়ষড়মরপধষ ঋরৎংঃ অরফ ভড়ৎ ঝঃঁফবহঃং’ ঊসড়ঃরড়হধষ ডবষষ-ইবরহম’ শীর্ষক কর্মশালা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মাহযাবিন হক। সঞ্চালনা করেন সহকারী পরিচালক (কাউন্সিলিং সাইকোলজিস্ট) মোছা. আদিবা আক্তার।

পূর্বের খবরভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন
পরবর্তি খবরত্রিশালে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খানের লিফলেট বিতরণ