তাপপ্রবাহ: গাউন পরা লাগবে না আইনজীবীদের

দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।

শনিবার (২০ এপ্রিল) প্রধান বিচারপতির এ সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নির্দেশনা ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এস/ভি নিউজ

পূর্বের খবর‘আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
পরবর্তি খবরদাঁড়াও পথিক বর…