ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত এক

আশরাফুল আবেদীন; পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে খাইরুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত খায়রুল ইসলাম চরগড়গড়ি গ্রামের বাসিন্দা ও সাহাপুর ৮ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সংঘর্ষের পর আহত খায়রুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সাহাপুরের চরগড়গড়ি এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সম্পত্তির কর্তৃত্ব নিয়ে আলহাজ্ব মোড় চরগড়গড়ি এলাকার হোসেন আলীর সঙ্গে খাইরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে খায়রুল ইসলামের এক সমর্থককে আলহাজ্ব মোড়ে মারধোর করে হোসেন আলীর সমর্থকেরা। খবর পেয়ে খায়রুল ইসলামের সমর্থকেরা প্রতিবাদ জানাতে ছুটে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষ ঢাল সড়কি, লাঠি সোটা রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় মাটিতে লুটিয়ে পড়ে যুবলীগ নেতা খাইরুল ইসলাম। গুরুতর অবস্থায় সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে ঘোষণা করেন। ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। একই এলাকার খাইরুল ইসলাম এবং হোসেন আলীর পক্ষের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এস/ভি নিউজ

পূর্বের খবরইরান ও ইসরায়েল পরস্পরকে নিয়ে ভুল হিসাব-নিকাশ করেছে
পরবর্তি খবরডিপজল-মিশার কাছে কলি-নিপুণের হার