সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

আজ ১৫ এপ্রিল সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি অসুস্থতায় উপস্থিত হতে পারেনি।

বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন নাহার চাপা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সাবেক সংসদ সদস্য, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি নাজমুল রশিদ বুলু, যুব মহিলা লীগের সহ সভাপতি মর্জিনা আক্তার বৃষ্টি,  যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য আনিসুর রহমান খোকন, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্হার সভাপতি মাহবুব হোসেন বক্তব্য রাখেন।

এস/ভি নিউজ

পূর্বের খবরইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
পরবর্তি খবরইরান ইসরাইল উত্তেজনাঃ ইসরাইলে ইরানের হামলার পর কমেছে তেলের দাম