জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলের মৃত্যু

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার সেই মাহুতের নাম আজাদ আলী। তাঁর ১৭ বছর বয়সী ছেলে জাহিদের মৃত্যু হয়েছে হাতির আক্রমণে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

রফিকুল ইসলাম তালুকদার জানান, মাহুত আজাদ আলী তাঁর ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন। পথিমধ্যে ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা দেন মাহুত।

এ ঘটনা লোকমুখে কর্মকর্তারা জানেন, পরবর্তী সময়ে মাহুতের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি হাতি রয়েছে বলেও জানান রফিকুল ইসলাম তালুকদার।

এস/ভি নিউজ

পূর্বের খবরআওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী
পরবর্তি খবরবঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়