আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে আগামীকাল ২০ নভেম্বর, সোমবার থেকে। শেষ হবে ২৩ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত। আগামীকাল সোমবার বেলা ১১টা হতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম দেয়া হবে।
মনোনয়ন ফরম বিতরণের সময়সূচি নির্ধারণ হয়েছ। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ প্রতিদিন দুই বিভাগ করে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ২৪ নভেম্বর, শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগ। ২৫ নভেম্বর, শনিবার খুলনা ও বরিশাল বিভাগ। ২৬ নভেম্বর, রবিবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। ২৭ নভেম্বর, সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ২৮ নভেম্বর, মঙ্গলবার জাতীয় পার্টির চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ২০২৩ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
এস/ভি নিউজ