দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে আসছেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক, যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গণে সম্ভাব্য পার্থী হিসেবে বেশ আলোচনায় আছে এই নামটি।
রিক্সাচালক আলমগীর বলেন, ‘করোনাকালীন সময়ে আমি খুব খারাপ অবস্থায় পড়েছিলাম। অন্য একজনের পরামর্শে তাঁর (বাবরের) কাছে গেলাম, তিনি আমাকে চিনেনওনা অথচ আমাকে খাদ্য ও অর্থ দিয়ে সহায়তা করেছেন’।
জানা যায়, চট্টগ্রাম শহরের নন্দনকাননে বেড়ে ওঠা ও রাজনৈতিক হাতেখরি হেলাল আকবর চৌধুরী চট্টগ্রামের গণমানুষের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মেয়র চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারি হয়ে দল গোছনোর পাশাপাশি নিজেকে বিলিয়ে দিয়েছেন জনসেবায়। বর্তমানেও চট্টগ্রাম -৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে সরব আছেন রাজনৈতিক মাঠ ও সেবামুলক কাজে।
বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে নানা রকম কাজের পাশাপাশি করোনা প্রতিরোধক বুথ উদ্ভাবন করে ও নিজস্ব অর্থে অসহায় মানুষদের খাবার এবং অর্থ সহায়তার মাধ্যমে আমজনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে, করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক, যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘দলের দুঃসময়ে মাঠে ছিলাম। দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছি অনেকবার। বহু মিথ্যা মামলায় আসামী হয়েছি কিন্তু নীতির প্রশ্নে কখনো আপোষ করিনী। দল ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন আমাকে মনোনয়ন দিলে দেশ ও দলের জন্য মঙ্গল হবে তবে আমি নির্বাচন করতে আগ্রহী। তবে সবার আগে আমার নেত্রীর সিদ্ধান্ত। নির্বাচনে আমার প্রাণপ্রিয় নেত্রী যা সিদ্ধান্ত দিবে আমি সেই অনুযায়ী কাজ করব।’
এবিষয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী বলেন, ’দলের দুঃসময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে হেলাল আকবর চৌধুরী বাবর। একের পর এক রাজনৈতিক মোকাবেলায় বিএনপি জামাতের চক্রান্ত নসাৎ করে তাদের দুর্গ ভেঙ্গে দিয়েছেন। পুরো চট্টগ্রামে তাঁর দলীয় একটি বিশাল কর্মী বাহিনী রয়েছে, তাকে চট্টগ্রামের যেকোন আসন থেকে মনোনয়ন দিলে খুব সহজের বিজয়ী হয়ে আসবে বলে আমরা মনে করছি।’
এব্যপারে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ’তারুণ্যের অহংকার হেলাল আকবর চৌধুরী। তিনি আদর্শ ও নীতিতে অবিচল বঙ্গবন্ধুর আদর্শের এক ধারক ও বাহক। দলের জন্য এই নেতার অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। কাজ করার মতো প্রবল ইচ্ছাশক্তি থাকা এই ব্যক্তিকে দলীয় মনোনয়নের মাধ্যমে এমপি নির্বাচিত করলে দল যেমন লাভবান হবে, অন্যদিকে অক্ষুন্ন থাকবে দলের সুনাম। আমজনতার দোরগোড়ায় পৌছে যাবে স্মার্ট বাংলাদেশের সেবার পরিধি।’
এস/ভি নিউজ