আগামীকাল ১২ নভেম্বর ২০২৩ রবিবার হিন্দু সম্পধদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে. এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দধনাথ পোদ্দার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
নেতাদ্বয় বলেন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়ে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভেতরে জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্পধীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।
হিন্দু পূরাণ মতে, কালী দেবী দূর্গা’র আর একটি বিশেষ রূপ। কালী পূজা হচ্ছে শক্তির পূজা।
জগতের সকল অশুভ শ৩িকে পরাজিত করে শুভ শক্তিকে জাগ্রত করতেই কালীপূজা বা শ্যামাপূজা করা হয়।
এস/ভি নিউজ